আমি গান গাই
গাইগো গান আমার মন রে বুঝাই
গান গাই আমি আপনমনে
বাদ্যযন্ত্র কিছুই নাই।।
গানে বন্ধু দেয় ইশারা
বাঁচিবো না তারে ছাড়া
অকূলে কূল হবে ধরা
যদি বন্ধুর দেখা পাই।।
গান যে হইয়াছে মত্ত্ব
চিনেছে সে মানবত্ব
চিনেছে বাউল মাহাত্ম্য
জনমানুষ দেখতে চাই।।
প্রেম আছে যে গানে
সেই গান গায় জনগনে
গানেতে বিরাজ মদনে
মুমিনগণে দেখতে পায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদের নাম মুখে লইয়া
দিনহীনে গান গাহিয়া
খুঁজবো তাতে আলেক সাঁই।।
পূর্ববর্তী:
« আমি গাই গো আমার প্রাণবন্ধুয়ার গান
« আমি গাই গো আমার প্রাণবন্ধুয়ার গান
Leave a Reply