আমার জীবন রে
জীবাত্মা তুই থাকবি কতদিন
আমি জীব তুই জীবন
পাগলামিতে কেন কাটাস দিন।।
তুই যেজন আমিও সেজন
প্রকাশ্য আর অতি গোপন
তোর আমার একই বাধন
তুই গেলে মোর কাটবে খীন।।
আমি শুধু নামের একজন
তুই যে সব ওরে জীবন
সঙ সাজা তোর সাজন ভূষণ
পরিচয় নাই মোর তুই বিহীন।।
কিসে এতো বাড়াবাড়ি
ভূল সকলি হয় আমারি
তোমাকে না দোষতে পারি
তুমি গোপন দৈনন্দিন।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
জীব জীবন সূত্র ধরিয়া
থাকলে জীবন জল সাজিয়া
হইবে মানব জীবে মীন।।
পূর্ববর্তী:
« আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি
« আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি
পরবর্তী:
আমার জীবন হৃদয়ের চান কলিজার টুকরা »
আমার জীবন হৃদয়ের চান কলিজার টুকরা »
Leave a Reply