মানুষের মানুষ চিনে
যার তুল্য কেউ নাই
ভাইরে ভাই—
আমি জনমানুষের গান গাই।।
ভাইরে ভাই- যে মানুষের সেবা করে
তার মাঝে দয়াল বিরাজ করে
মুর্শিদ নবীর পথ ধরে
জীবন আলোতে ভরাই।।
ভাইরে ভাই- যার মাঝে আছে মানবতা
সে বুঝে মানবের ব্যাথা
সেই মানবে যথাতথা
দুঃখীর পাছে ছুটে যায়।।
ভাইরে ভাই- যে স্বার্থ ত্যাগ করে
পরকে সব উৎসর্গ করে
পড়লে সে অকূল সায়রে
উদ্ধার করবেন আলেক সাঁই।।
ভাইরে ভাই- নাঈমের কথা নয় এটা
সত্য কথা বলে যাই
জনসেবা হয় স্রষ্টা সেবা
কুরআনেতে সাক্ষী পাই।।
পূর্ববর্তী:
« মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়
« মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়
পরবর্তী:
মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল »
মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল »
Leave a Reply