শাস্ত্রগ্রন্থে প্রমাণ আছে
প্রেম আসে স্বর্গ হতে
প্রেমে মিলে সুখ শান্তি
প্রেমিকের মনেতে।।
স্বর্গ হতে আসে প্রেম
স্বর্গে চলে যায়
মধ্যখানে প্রেমিক কেজন
পরিচয় পায়।
ভাব উতলা প্রেমিকের না’য়
সুজনে যায় সেচতে।।
প্রেম করা নয় দোষ অপরাধ
প্রেমিকে তা জানে
ছয় সঙ্গী তার ভাব দেখিয়া
হাসে অকারণে।
যদি যায় সেই প্রেম বাতিনে
মজে তারা সুখেতে।।
খাঁটি প্রেম করে প্রেমিকে
এ দুনিয়ার বুকে
তারা না লয় ছয় সঙ্গীর বাও
আপন মনে থাকে।
ধন্য সে হয় প্রেমলোকে
কয় নাঈমে গানেতে।।
পূর্ববর্তী:
« শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
« শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
পরবর্তী:
শাহজালাল ইয়ামনি ওলির দরবারে »
শাহজালাল ইয়ামনি ওলির দরবারে »
Leave a Reply