ঘর লোক আমায় সায় দিয়েছে
লিখতে নাহি মানা
আল্লাহর নামে—
পাইলাম হৃদয় স্বান্ত্বনা
পুড়লো আমার বাসনা
পাইলাম হৃদয় স্বান্ত্বনা।।
ঘরের লোক প্রতিজনে
বলিয়া দিল সামনে
পাশে আছি সঙ্গে আছি
লিখনি ছেড়না।।
মানুষে লিখে কত কী
কাব্য নিজের জ্ঞানে
আমি লিখি মানুষের কথা
দুর্দশা কোনখানে।।
দারিদ্র নিপীড়িত যারা
তাদের সবার সনে
মিলেমিশে বাঁচিতে চাই
ঐক্যতার মেলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
সব মানুষের জন্যে
সমতার গান লিখি আমি
আসে যাহা মনে।।
পূর্ববর্তী:
« গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়
« গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়
পরবর্তী:
ঘরবাড়ি ছাড়িলাম-রে নদীর পারে ঘুরি »
ঘরবাড়ি ছাড়িলাম-রে নদীর পারে ঘুরি »
Leave a Reply