এই ভববাসে কেউ নাই
তুমি বিহনে আমার
নমঃ নমঃ জপি মওলা
নামটি জপি তোমার।
আলোকময় বিধাতা তুমি
এই জগৎ সংসার।।
মওলা দয়াল দয়াময়
ডাকি যে সদায়
নিজগুণে দয়া করে
দেখা দাও আমায়।
দয়া করে আইস মওলা
এই ঘরনি দ্বার।।
আমার জীবন নিদান কালে
সঙ্গে থাকিও
কঠিন হাশর মিযান পুলসিরাত
আর ভয়াবহ কবরেও।
জীবন গরবো সত্যাশ্রয়ী
তুমি হবে সত্য সার।।
আসিয়া এই ভববাসে
বন্দি আছি অষ্টদিক ঘেরে
তোমার নামের তসবিহ লয়ে
বন্দি জীবন দেব হেরে।
নৈরাশ মনে আশা জুগাও
তুমি নাঈম পাগেলার।।
পূর্ববর্তী:
« এই ভব রঙের দিন ও মন- ছাড়িয়া যাইতে হবে একদিন
« এই ভব রঙের দিন ও মন- ছাড়িয়া যাইতে হবে একদিন
পরবর্তী:
এই ভবসাগরে প্রেমেরই লহরে »
এই ভবসাগরে প্রেমেরই লহরে »
Leave a Reply