অসীম তোমার মেহেরবানি
ওহে পাকপরওয়ার
তুমি হলে জীবনদাতা
আমি পাগল অনাহার।।
তোমার লিলা কে বুঝিবে
ওহে জগৎ বিধাতা
তুমি মাবুদ বিশ্বসর্দার
তুমি পালনকর্তা।
তুমি বিশ্বে বিরাজিত
বাঁচন মরন তোমার ধার।।
কেউরে তুমি হাসাও মাবুদ
কেউরে তুমি কাঁদাও
কেউরে ফেল ভেজালিতে
কেউরে আবার ত্বরাও।
তুমি আমায় নিদান কালে
কইরো মাবুদ উদ্ধার।।
যে পেয়েছে মাবুদ তোমার দরশন
ধন্য ভবে সে জন
আমি পাপী কাঙ্গাল তোমায়
সেবিতে চাই সর্বক্ষণ।
একবার সামনে আইসো দয়াল
লোচন হানবে হাহাকার।।
তুমি হলে বাঁচনেওয়ালা
ভোর মহা আলো
আপন মনে তোমার লিলা
সবই করো ভালো।
নাঈম বলে দয়াল তুমি
আমি কাঙ্গাল পাপীদার।।
পূর্ববর্তী:
« অসময়ে শ্যাম বাঁশিতে দিল টান, নিল প্ৰাণ
« অসময়ে শ্যাম বাঁশিতে দিল টান, নিল প্ৰাণ
পরবর্তী:
অয় গো সখী অন্যে জানে কেমনে »
অয় গো সখী অন্যে জানে কেমনে »
Leave a Reply