নাঈম ডাকে রে
আল্লাজির নাম ডাকে সরলে
কোথায় আছে আল্লাজি মোর
পাই তারে কোথায় গেলে।।
আমি কত ভূলের অংশীদারি
কত পথ যাই ভূলে
আল্লাজির নাম লইয়া কত
পথে গেলাম নেমে।।
নাঈমে দয়াময় নাম
জানে মাবুদ আল্লাহ
তিনি ছাড়া এই ভবে আর
নেই যে কেহ ইলাহ।।
দয়াল আল্লাহ করলে দয়া
ঠেকায় কে কোন কালে
বাঁচবে সকল জন মানব
আপন কর্মে ভূলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আমি পড়ছি গ্যাড়াকলে
দয়াল মাবুদ নামটা ধরি
যদি উদ্ধার করে।।
পূর্ববর্তী:
« নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া
« নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া
পরবর্তী:
নাঈম তোমার প্রেমের কী ধারা বুঝিনা গো »
নাঈম তোমার প্রেমের কী ধারা বুঝিনা গো »
Leave a Reply