কলঙ্ক রটাইলো গো
আমার শ্যাম কালা
কাঁদে বিনোদিনি রাই
বসিয়া নিরালা।।
আয়ানের ঘর হইতে রাধে
পাইয়া কী জ্বালা
আসিলে গো শ্যাম ঘরনে
একেলা একেলা।।
কৃষ্ণ প্রেমে না মজিয়া
ছিলাম আমি ভালা
বিনোদিনী কয় রজনী
কেমনে কাটাই একেলা।।
বিচ্ছেদে পুঁড়িলো অন্তর
হইলো গো কালা
কে দেখিবে কে শুনিবে
আমার কেমন জ্বালা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আসিলে প্রাণ নীলা
তাহার সঙ্গে গড়বো আমি
কৃষ্ণ প্রেম লীলা।।
পূর্ববর্তী:
« কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
« কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
পরবর্তী:
কলসি লইয়া কে গো জল ভরিতে যাও »
কলসি লইয়া কে গো জল ভরিতে যাও »
Leave a Reply