সখি ও বকুলের তলে রে
বংশী বাজায় কানাই রে
রাধে থাকি কেমনে ঘরেতে
নাহা পারি থাকিতে
তাহার পানে পরাণ ছুটি যায় রে।।
কানাই বংশী রেওয়াজ শুনি
বাজে মনো বীণা
তার কাছেতে প্রেমের টানে
হেটে যাবে কানা।
প্রেমের টানে হাটবে কানা
ব্যাথা যে নাহি পায় রে।।
নাঈম কয় খুঁজি কানাই
নাহি চিনি তারে
সে যে আমার আশার আলো
এ জগত সংসারে।
বলি তারে ধন্য ধন্য
ওরে ও রঙের কানাই রে।।
ছটফট ছটফট করে পরাণ
কানাইয়ের লাগিয়া
কানাই কিলান দেয় না দেখা
থাকে যে লুকাইয়া।
হৃদয়খানি যায় ফাটিয়া
করিয়া হায় হায় রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কাঁদি দিনরজনী
কানাই বংশী দিবানিশি
শুধু কেন শুনি।
তারে মানি বদনখানি
নাহি দেখা যায় রে।।
পূর্ববর্তী:
« সই গো, বলিয়া দে আমায়
« সই গো, বলিয়া দে আমায়
পরবর্তী:
সখি গো বন্ধু রে দেখিবার মনে চায় »
সখি গো বন্ধু রে দেখিবার মনে চায় »
Leave a Reply