বন্ধুয়া সে ছলনার ডের গো প্রাণ সই
বন্ধুয়া সে ছলনার ডের
তাহার প্রেমের ছলনা হতে
পাবে নাকো কেহ ফের।।
প্রেম কইরোনা তাহার সাথে
আছো যারা যৌবনেতে
তার কাছেতে নেই ভাব এক সের
গো প্রাণ সই।।
তার প্রেমেতে মন মজালে
বুঝবে মরার আগে মরিলে
তাহা কিছু নাহি পাবে টের
গো প্রাণ সই।।
প্রেম করিয়া নীলার সনে
ঠেকছে নাঈম এসে যৌবনে
সঙ্গ পাইলো বিচ্ছেদ অনলের
গো প্রাণ সই।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বিচ্ছেদে যায় অঙ্গ পুড়িয়া
হায়রে এবার উপায় পাই কিসের
গো প্রাণ সই।।
পূর্ববর্তী:
« বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
« বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
পরবর্তী:
বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে »
বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে »
Leave a Reply