বাউলা নাঈম তুই হইলি রে
নীলার লাগিয়া
এক মুহুর্তে বাঁচা দায়
তাহারে ছাড়িয়া।।
অপরুপ সে রুপ দেখলে তার
নয়ন যায় জুড়াইয়া
অপ্রেমিকের জাগে প্রেম
তাহার রুপ দেখিয়া রে।।
নীলার ও প্রেমেতে হায়
এই নাঈম মজিয়া
প্রেমের মর্ম ভাবের কর্ম
সব গেল জানিয়া রে।।
প্রেমে সুখ দুখ
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রেম করিলে আশেক মিলে
যৌবন যায় কাটিয়া রে।।
পূর্ববর্তী:
« বাউল নই, নই আমি রে
« বাউল নই, নই আমি রে
পরবর্তী:
বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয় »
বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয় »
Leave a Reply