কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে
প্রাণবন্ধুয়ার লাগিয়া
প্রাণবন্ধু রয় দূরে দূরে
প্রেম খেলা শিখাইয়া রে।।
দুঃখে দুঃখে এই নাঈমের
জীবন যায় কাটিয়া
নীলা সে ছলনাময়
দুঃখে দেয় রাঙিয়া রে।।
প্রাণ বন্ধের অপেক্ষাতে
যায় যৌবন গোহাইয়া
কবে আসবে বন্ধু আমার
বিরহ ভাঙাইয়া রে।।
নাঈমের ঘোর স্বপনেও
নীলা দেখা দিয়া
আউলা বাউলা করলো তারে
মনের অজান্তিয়া রে।।
এ কেমন প্রেম
কয় ভাবিয়া নাঈম মিয়া
মিছা প্রেমের খেল খেলাইয়া
জীবন মোর নদীয়া রে।।
পূর্ববর্তী:
« কাঁখে বারি, প্রাণে মরি, গৃহে যাইবার সময় যায়
« কাঁখে বারি, প্রাণে মরি, গৃহে যাইবার সময় যায়
পরবর্তী:
কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে »
কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে »
Leave a Reply