প্রাণের নীলা রে
ভালোবাসি তোমায় বুঝলে না রে
আউলা নাঈম হইছে বাউলা
তোমার ও লাগিয়া রে।।
এই নাঈম রে করছে বাউলা
সে যে তুমি নীলা
এখন খেল প্রেম খেলা
বিরহে রাঙিয়া রে।।
এই নাঈমের নবযৌবনে
কেহ নাই নীলা বিহনে
তুমি আছো আকুল প্রাণে
দূরে রও না বুঝিয়া রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
না বুঝো নীলা বিনোদিয়া
মিছা প্রেমের খেল খেলিয়া
প্রাণ নিলে কাড়িয়া রে।।
পূর্ববর্তী:
« প্রাণে বাঁচা দায়
« প্রাণে বাঁচা দায়
Leave a Reply