সুখে থাকো নীলা তুমি
ভালো থাকো গো
আমায় কান্দাইয়া গো
আমায় ব্যাথা দিয়া গো।।
কী যে ভালোবাসি তোমায়
কার কাছে কই গিয়া গো
কার কাছে কই কেমনে সই
তোমার বিচ্ছেদ জ্বালা গো।।
আমায় প্রেমের ধোঁকা দিয়া
কার কাছে প্রেম মাগো
তোমার প্রেমেতে আমি
গিয়াছি মরিয়া গো।।
কেউ শুনেনা দুঃখ আমার
আমি যে কলঙ্কি গো
কলঙ্কের মালা মোর গলায়
নিন্দাতে প্রাণ কাটে গো।।
দিনহীন নাঈমে ধরা
মরিয়াছি প্রেমের মরা
প্রেমেতে আশেক ভ্রমরা
নীলা ধোঁকা দিল গো।।
পূর্ববর্তী:
« সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
« সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
পরবর্তী:
সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি »
সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি »
Leave a Reply