তুমি কই রইলে গো
ওহে প্রাণ নীলা
তোমার প্রেমে পইড়া নাঈম
হয়ে গেছে বাউলা।।
সহেনা সহেনা অঙ্গে
তোমার বিচ্ছেদ জ্বালা
বিচ্ছেদে পুড়িয়া আমার
অঙ্গ হইয়াছে কালা।।
শিশুতে যবে ছিলাম
ছিলাম বড় ভালা
যৌবনেতে দায় ঠেকিলাম
এই নাঈম পাগেলা।।
আমায় দুঃখ দিয়া তুমি
কিবা সুখ পাহিলা
সুখ যদি পাহিলা দুখে মোর
প্রেম কেন শিখাইলা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
লইয়া ব্যাধিবালা
অঙ্গে আমার গুন ধরেছে
যায় না একদম চলা।।
পূর্ববর্তী:
« তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস
« তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস
Leave a Reply