যাও যদি যেতে চাও গো নীলা
যাও গো নীলা চলে
যাওয়ার আগে মারো আমায়
কয় নাঈম বাউলে গো।।
এখন কেন দূর দেশে যাও
প্রেমের খেলা খেলে
যাবার আগে ওগো নীলা
আমাকে যাও বলে গো।।
নাঈম কেবল এক নাম কহে
নীলা নীলা বলে
নীলাবিহীন এই নাঈমের
জীবন যায় বিফলে গো।।
নীলা যদি হও নাঈমের
এই ভব ইহকালে
তবে নাইরে ভয় কোনো
তারে পাইবো পরকালে গো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রেম ডুরে ডুকিলে
সঠিক পথের পায়চারি চায়
কী লাভ তা না হলে গো।।
পূর্ববর্তী:
« যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
« যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
পরবর্তী:
যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া »
যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া »
Leave a Reply