অন্তরে প্রাণবন্ধুর বিরাজ জানিনা
তাই নাঈম আপন চিনলাম না
আপন চিনলাম না।।
রসিক ভোমরা যেজন
ফুলের পানে চায় সেজন
ও ফুলের শিকর তেমন
কলিতে তার আবাসনা।।
তিন রঙ্গে ভোমরা এসে
মধু খায় সে তিন বেশে
তিন বেশেতে তিনদিন আসে
নাই তার কোনো তুলনা।।
রসিক সুজন নাম যাহারি
প্রেম তরীতে দেয় সে পাড়ি
রসরঙ্গে গাইয়া সারি
তরী যায় চিনে ঠিকানা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দয়াময় নাম ধরিয়া
মানুষে মানুষ ভজিয়া
পাইবে খোদার স্বান্তনা।।
পূর্ববর্তী:
« অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে
« অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে
পরবর্তী:
অপার অসীম আল্লাহ দিল্ কহে মন কহে »
অপার অসীম আল্লাহ দিল্ কহে মন কহে »
Leave a Reply