নাঈম হইলো রে প্রেমেতে দেওয়ানা
প্রেমের নন্দন হইয়া খুঁজে
প্রেমিক আমার কোনজনা।।
প্রেমের সন্ধান করে যেজন
এই না দুনিয়াতে
ধন্য হইয়াছে সেজন
যৌবন আসলো প্রেমেতে।
পাপ নাই সেই প্রেমের মাঝেতে
আছে ভালোবাসার ব্যঞ্জনা।।
প্রেম করিয়া রসিক সুজন
পাহিয়াছে কতজনে
মরলো কত ব্রজের নন্দন
প্রেমিকের সন্ধানে।
ভাব ভালোবাসা নিয়ে
বাঁচলো ভবে কয়জনা।।
আউলা জাউলা হইলো নাঈম
হইলো রে প্রেমের মরা
কোথায় আছে শ্যাম চান আমার
রসিক ভোমরা।
তিন রঙ্গে তার অঙ্গ ভরা
খাঁটি রং ধরতে পারলাম না।।
অভাবিয় প্রেমিক কাঙ্গাল
হইয়া এই ভূবনে
স্বর্গ হতে প্রেম আসে যায়
শাস্ত্রের প্রমাণে।
বলে নাঈম অজ্ঞানে
পন্ডিতে ও বুঝে না।।
পূর্ববর্তী:
« নাঈম শিখলি না প্রেম বুঝলি না
« নাঈম শিখলি না প্রেম বুঝলি না
পরবর্তী:
নাঈম- আল্লাহ নামের খুঁজো তুমি পথ »
নাঈম- আল্লাহ নামের খুঁজো তুমি পথ »
Leave a Reply