প্রেম আবার কেমন বস্তু
কলঙ্কহীন কিচ্ছু না
মূর্খে বুঝে প্রেমের মর্ম
পন্ডিতে ও বুঝে না।।
প্রেমে মিলে খোদার দেখা
বুঝিয়াছে তদ যেজনা
মুরাকাবা মুসারাকায়
বয় নিরলে সেইজনা।।
প্রেম মানে হয় নষ্টামি ভাই
কেউ নাহি হয় আপনা
মিছা ছলনাতে কেবল
পাবে নাঈম যন্ত্রণা।।
প্রেমে কেবল নিরাশ করে
দেয় কেবল ছলনা
সু যৌবনের জোয়ানকে সে
সুখ ভোগ করতে দেয় না।।
যখন লোকে নিন্দা গাহে
প্রেম কখনো সত্য না
নাঈম বলে নয় মানুষ তুমি
পশুতে হও একজনা।।
পূর্ববর্তী:
« প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
« প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
পরবর্তী:
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে »
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে »
Leave a Reply