গান গেয়ে মোর
প্রাণের সঞ্চার করি
গানে ডাকি বন্ধুয়ারে
এ মোর বাহাদুরি।।
গান খুলে দেয় হৃদের জঠল
গানেতে হয় বন্ধের মঙ্গল
নিভে যায় বিরহের অনল
গান গাহি তাই ডাক ছাড়ি।।
গানে মিলে বন্ধের সন্ধান
জুড়ায়ে যায় তাপিত প্রাণ
হৃদ আসনে দিয়াছি স্থান
গান হয় আমার সহচরি।।
লাগে না একতারা বাজনা
দুতারা আর তবলা চাইনা
গান গাইতে যে হয় দেওয়ানা
বাদ্যের না হয় দরকারি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আউলা গানে সুর দিয়া
গেলাম আমি বাউলা হইয়া
প্রাণ বন্ধের চরণ ধরি।।
পূর্ববর্তী:
« গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
« গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
পরবর্তী:
গান গেয়ে মোর প্রানের সঞ্চার করি »
গান গেয়ে মোর প্রানের সঞ্চার করি »
Leave a Reply