তোমার তরে চাই পানা
হে আল্লাহ দয়াময়
পাপ করেছি ত্বরিতে মোর
আসলো মনে ভয়।।
তোমার নাম লইলাম না কভূ
এ জানি নিশ্চয়
ত্বরাইবে তবু জানি
মন কেমনে কয়।।
দয়া করো দয়াল তুমি
প্রাণে না মোর সয়
ঘোর নিদানে তুমি ছাড়া
কেউ না আপন হয়।।
সময় থাকতে করো কর্ম
ভেবে নাঈম কয়
অসময়ে ভাবলে কভূ
কাজ না সফল হয়।।
পূর্ববর্তী:
« তোমার খেলা বুঝে উঠা ভার
« তোমার খেলা বুঝে উঠা ভার
Leave a Reply