ও মোর মন মাঝিরে –
অকূলে ঠেকিলো আইসা
আমার ভাঙ্গা তরী
নদীর কূল কিনারা নাই
কেমনে দেব পাড়ি।।
হরেক রকম কাষ্ঠে গড়া
তরী এ আমারি
এই নাঈমের তরী দিলাম
অকূলেতে ছাড়ি।।
দয়াময় করিবে দয়া
তাই তাহার নাম ধরি
এই নাঈমের তরীর মাঝে
ছয় চোর সহচরি।।
বেলা গেলো সন্ধ্যা হলো
তরী না লয় বাড়ি
এই নাঈমে দয়ার ভান্ডার
মুর্শিদের নাম ধরি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
এখন কী যে করি
দরিয়ার কূল পাইবো কখন
গাইতে গাইতে সারি।।
পূর্ববর্তী:
« ও মোর বানিয়া বন্ধু রে
« ও মোর বানিয়া বন্ধু রে
পরবর্তী:
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে »
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে »
Leave a Reply