ক্বলবে ধরিলে ঝংকার
তেল দিলেও ছুটে না
ছয় রিপুরে ভজলে ও মন
মুর্শিদ ভজলে না।।
কামিনী কাঞ্চনের নেশায়
পড়ে রইলে ভবের মায়ায়
নাহি চিনিলে আপনায়
শুনলে না মুর্শিদ মানা।।
মুর্শিদ হয় পারের কান্ডার
মুর্শিদ হয় মন সততার ভান্ডার
ভরসা করিলে তাহার
কখনো ঠেকিবে না।।
মুর্শিদ হলো সত্য আশা
দিও তারে ভালোবাসা
করবে না তোমায় নৈরাশা
পূরবে আশা বাসনা।।
ভজে দেখ মুর্শিদের চরণ
তুমি ঠেকিবে না কখন
তাহার মাঝে সাঁকার মদন
জানে সত্যের মণ্ত্রণা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ও মন তুমি হও দেওয়ানা
সঠিক পথের সন্ধান পাবে
করো মুর্শিদ ভজনা।।
পূর্ববর্তী:
« কোনো কিছু চাই না আল্লাহ আমি তোমার দরবারে
« কোনো কিছু চাই না আল্লাহ আমি তোমার দরবারে
পরবর্তী:
কয় লোকে নাঈম নাকি বেজাত ছেলে »
কয় লোকে নাঈম নাকি বেজাত ছেলে »
Leave a Reply