মানুষে মানুষ চিনে গায় মানুষের গান
সব উপড়ে মানুষ সত্য সৃষ্টেয় মহান।।
মানুষ নামের পরিচয় পাইতে চায় যারা
জন মানুষের ভজনা সদা করে তারা
মানুষের ভিতরে ধরা পাইবে খোঁজে প্রভূস্থান।।
রয় না মানুষ মানুষ ছাড়া যে মানুষ ভবে
তাহারেই খাঁটি মানুষ গণ্যে চিনে সবে
অন্তরে অন্তরে রবে মানুষ মানুষ প্রভূর গান।।
মানুষে রহে না প্রভূ সে মানুষ তার রুপে হয়
যার মাঝে প্রেম ভালোবাসা;-শ্রদ্ধাবোধ বিরাজে রয়
মন মানুষে ঠিকানা রয় জেগে রয় মানুষ প্রাণ।।
এই ভবের যন্ত্রণা ভেঙে যে মানুষ ভজে
নিজে প্রভূ রয় সাঁকারে সেই মানুষের মাঝে
সাধু ফকির মহাজন সাঝে লয়ে মানুষ মান।।
তাইতো গানে সুর ভূলে দিনহীন নাঈমে বলে
আমার কথা নয়রে,এসব পীর নবীর সয়ালে
তারা মহামানুষ বলে মানুষ করলো সব পাষাণ।।
পূর্ববর্তী:
« মানুষে খুঁজিলে ক্ষ্যাপা মানুষ ভজিতে পারলে
« মানুষে খুঁজিলে ক্ষ্যাপা মানুষ ভজিতে পারলে
পরবর্তী:
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় »
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় »
Leave a Reply