পঞ্চতালার ভববাসে
বন্দি আছে মুমিনগণ
প্রতিদিন রাত নর নারী করিছে পালন।।
প্রথম তালার চারটি কোটা
বন্দি তাতে বেটি বেটা
যে মুমিনে বড় লেটা
দুই কোটাই তার সুমরণ।।
দ্বিতীয় তালায় বারো কোটা আছে
কারোর সবই ভালো লেগেছে
কেউ আবার চারটি বাঁছে
করে সুন্দরের গানগুণ।।
তৃতীয় তালায় অষ্ঠকোটা
চতুর্থ তালায় সপ্তকোটা
বন্দি তাতে বেটি বেটা
সকলি বুঝি প্রয়োজন।।
পঞ্চতালার কোটা বেশি
কেউ নিবে কম কেউ বা বেশি
কেউ কোনোটা ভালোবাসি
কবি নাঈমের স্লোগান।।
পূর্ববর্তী:
« পঙ্খি যায় উইড়া যায়
« পঙ্খি যায় উইড়া যায়
Leave a Reply