আল্লাহ কী কেউয়ের
বাপের টাকায় কেনা
নিজের মাঝে আল্লাহ বিরাজ
মূর্খেরা খুঁজে পায় না।।
নাঈম একজন আল্লাহর পাগল
আল্লাহ কই জানে না
মূর্খ অধম গুণাহগার এক
কোনোকিছু চেনে না।।
আল্লাহ বিনে কে আছে আর
কে হবে আপনা
এক আল্লাহ জানি সত্য
এই মোর কল্পনা।।
লা শারিক কালাহ তিনি
জানি শরিকহীনা
কুপন্ডিতে বুঝে সময়ে
পন্ডিতে ও বুঝে না।।
আল্লাহ কই নাঈম দিনহীন
বুঝিতে পারলো না
কত গুণা পাপ করেছি
বারে বারে চাই পানা।।
পূর্ববর্তী:
« আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার
« আল্লাহ করবায় গো বিচার আমার সাচ্চা বিচার
পরবর্তী:
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে »
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে »
Leave a Reply