যেখানেতে ধর্ম বিবাদ
মানুষ মানুষে চিনে না
দিলায় কেনে এ জিন্দিগায়
ওগো মাবুদ রাব্বানা।।
যেথায় পাপ অসত্যে ভরা
নাই কোনো সত্য ধারা
যেথায় দেখি আলোহারা-
গলে মিথ্যার ভূষণা।।
মাবুদ চিনে না সকলে
থাকে কাঞ্চনে ভূলে
মিথ্যাচারের হয় জাহান্নাম
সেটা কেহ বুঝে না।।
বাপ পুতে বিড়ি খায়
গলে ধরে বায়াপে যায়
নারীরা কত লাং দৌড়ায়
পৌর্দা কিতা চিনে না।।
পাগল নাঈমে ঘুরে
কই মাবুদ পাইবো তোমারে
থাকো তুমি নিজ মাঝারে
তাইতো সন্ধান মিলে না।।
পূর্ববর্তী:
« যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো
« যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো
পরবর্তী:
যৌবন আমর হইল বৈরী »
যৌবন আমর হইল বৈরী »
Leave a Reply