বিসমিল্লাহ পড় দুরুদে
বুঝিয়া বরকত-মনরে
দমেতে দমেতে তুমি
জপো বিসমিল্লাহ-মনরে
দুরুদে দুরুদে তুমি
জপো বিসমিল্লাহ।।
পরকালে কী হবে তোমার
খুঁজো রাসুল ও পাক পরওয়ার
ধরো মুর্শিদেরই ধার
বলিয়া আলহামদুলিল্লাহ-মনরে।।
চিন্তার বলো আর কী আছে
ইবাদতে মন বসেছে
এইবারে দিন গুঁয়েছে
বলে ফি আমানিল্লাহ -মনরে।।
নাঈম বলে সৎ বার্তা
বিসমিল্লাহতে ঠেকাও মাথা
জানিও পীর মুর্শিদ কথা
ইয়া মুর্শিদ রাসুল আল্লাহ।।
পূর্ববর্তী:
« বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লার
« বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লার
পরবর্তী:
বুক চিরে দুদক্ষ কারে বা দেখাব কোথায় যাবো »
বুক চিরে দুদক্ষ কারে বা দেখাব কোথায় যাবো »
Leave a Reply