নবীজি মুহাম্মদ রাসুল
আসলেন তিনি ধরাতে,
ফুটাতে ঈমানেরি ফুল।।
বাবা আব্দুল্লাহর নয়নমণি
মা আমেনার কোল
মরু সাহারায় আসলেন
মক্কা নগর কূল।।
বিশ্ব ভরা পাপ আঁধারে
কত হলাহল
আঁধার হেনে আলো দিতে
আসলেন আল্লাহর মকবুল।।
নবীর আগমন বার্তায় পড়ে দুরুদ,
আঠারো হাজার মাখলুক
হিজরি তারিখ ছিল তখন
আউয়ালে বারোই রবিউল।।
তেষট্টি বৎসর জিন্দিগিতে
আলোয় যিনি ভরলেন বিশ্বকূল
নাঈমে চায় তাহার দিদার,
চায় চরণ ধূল।।
পূর্ববর্তী:
« নবী মুহাম্মদ ঘুঁছাইতে আঁধার করতে উম্মত পার
« নবী মুহাম্মদ ঘুঁছাইতে আঁধার করতে উম্মত পার
পরবর্তী:
নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন »
নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন »
Leave a Reply