শিবপাশাতে শুয়ে আছেন
হেকিম শাহ আউলিয়া
লীলাতে দিলেন তিনি
গেরাম এলাকা ভরিয়া।।
সীলেটে শাহজালাল বাবা
আছেন রওজায় শুহিয়া
শাহপরাণ ভাগিনা তাহার
লীলায় অসীম আউলিয়া।।
মহোরাজা রবী তাজা
উমেদনগর আসিয়া
ভক্তের মেলা বসাইলেন
সত্যের পথ যাচিয়া।।
কাচন ফকির মুরাদপুরে
দিলেন আলো ভরিয়া
ভক্ত পাগল তার কাফেলায়
যায় ফাল্গুণে জমিয়া।।
সিলেট ভূমি পাক হইলো
আউলিয়ার ধূসর পাইয়া
নাঈম চায় সব ওলীদের ধূসর
নতশীরে তুলিয়া।।
Leave a Reply