সাধকের সাধনে ডুবলে
জলে থাকবে বাঁচার আশ
সেই সাধকের সাধন গুরু
সঠিক পথের দাশ।।
সময় থাকতে ধরলে তারে
বোঝবে ও মন আপনারে
চিনবে ও মন আপনারে
হইবে সত্যের ক্রিতদাস।।
ধরলে কামিনী কাঞ্চন নেশা
হেরে যাবে সঠিক দিশা
বলবে লোকে মনোলাশা
মুর্শিদ করে তাহার নাশ।।
সময় থাকতে ভজলে চরণ
করবে না কুৎ অপহরণ
ছয় রিপুর ফাঁদ হয় নিবারণ
জীবন সঙ্গ প্রভোলাস।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
সাধকের সাধনে ডুবিয়া
ন্যায় পথের ধার ধরিয়া
খুঁজে পাই সত্য আবাস।।
পূর্ববর্তী:
« সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
« সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
পরবর্তী:
সাধন করো রে অভ্যাসে »
সাধন করো রে অভ্যাসে »
Leave a Reply