মন না থাকলে মানুষ নাই
ফুল বিহনে মধু নাই
সত্য নিরঞ্জন স্বরুপ
পাবে দু’নয়নে চাই।।
মন মানুষ মন ভিতরে
বলেছেন পাক পরওয়ারে
রহিয়াছে আপন ডুরে
দরজা খোলাই।।
চিনেতে নিজ আপনারে
চিনো আগে তাহারে
আল্লাহ্ রাসুল নামটি ধরে
সন্ধানে বেড়াই।।
সাধন ভজন খোঁজ মনরে
দেখ মুর্শিদ সন্ধান করে
বাধ্য হবে রিপুগণে
নাঈমের বিতান ধ্যানাই।।
পূর্ববর্তী:
« মন তোরে পারলাম না বুঝাইতে রে
« মন তোরে পারলাম না বুঝাইতে রে
Leave a Reply