অকূলে মোর ঠেকলে তরী
করিও উদ্ধার
দয়াময় নামটি জানি আমি
মুর্শিদ তোমার।।
মনে তিলেক দয়া হলে
কইরো উদ্ধার সাধন বলে
যে সাধনে ডাকি তোমায়
আমি যে নই বুঝধার।।
মানব তরী অকূলে ভাসে
কূল নাই তার কোনো পাশে
ডুবে গেলে অবশেষে
কী হবে তখন আমার।।
তুমি ভক্তের অন্তরে
আমি ডাকি তোমারে
সর্বস্ব সঁপিলাম যাহারে
তুমি সেই প্রথম সর্দার।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদ নাম সাধন করিয়া
অন্তরে ভরসা নিয়া
চরণ ভজিলাম তোমার।।
পূর্ববর্তী:
« অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময়
« অকূলে পড়িয়া ডাকি ওগো দয়াময়
পরবর্তী:
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই »
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই »
Leave a Reply