আজো আইছে সময়
মুর্শিদ ধরো মনরে
মুর্শিদ ধরো বাধ্য করো
রিপু ছয় জনারে।।
সুসময়ে চিন মুর্শিদ
জেনে সাধনা
অসময়ে সাধন ভজন
কাজে লাগবে না।
মুর্শিদ মাঝে স্রষ্টা থাকে
বুঝে সদা সাঁকারে।।
মুর্শিদ কেজন আধ ও তাহা
চিনলো যে জনা
সফল হইলো ভবে
তার ও কামনা।
মুর্শিদ হইবে আপনা
নিদানে গেলে পরে।।
আমার প্রাণের মুর্শিদ
যাহারে জানি
এই নাঈমে মনে প্রাণে
তাহারে মানি।
যার মুখে রয় সত্য বাণী
ধন্য হবো তার চরণ ধূসরে।।
পূর্ববর্তী:
« আজি সখী নিদ্রাভাসে গো সখী
« আজি সখী নিদ্রাভাসে গো সখী
Leave a Reply