দায়েমি নামাজ পড়িলে
দয়ালের সন্ধান মিলে
চলিবে ওরে-
কায়েমি নামাজ নাহি পড়িলে।।
সত্যকে তুমি সাধন করো
ছয় রিপুকে বাধ্য করো
সকলি কাম ঘুঁছবে তোমার-
সুসময়ে মুর্শিদ ভজিলে।।
মুর্শিদ ধরলে কাটবে নিদান
নিদান কালে করবে হাদান
ঘুছবে আঁধার মনের তুফান-
মুর্শিদের নাম ধরিলে।।
মুর্শিদ হয় ঈমানের বাঁতি
জীবন ও মরণের সাথি
নতশীর করো তার প্রতি-
যাবে না জীবন বিফলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ব্রজের নন্দন খুঁজিয়া
সত্যের সাধনা করিয়া-
যায় যদি যাক জীবন চলে।।
পূর্ববর্তী:
« দারুণ প্রেমে দিল এত জ্বালা
« দারুণ প্রেমে দিল এত জ্বালা
পরবর্তী:
দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে »
দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে »
Leave a Reply