চলেনা আমার গাড়ি রে
চলে না নাঈমের গাড়ি রে
ওরে চলচল গাড়ি অচল হইলো
না দেয় সে পাড়ি রে।।
তেল নাই তাই কেমনে চালাই
তেল যে কোথায় পাই
দুই চাকার এই গাড়িতে তাই
কেমনে যাব বাড়ি রে।।
ছয় চোরা মোর ধরলো সঙ্গ
ভরলো সাধের গাড়ি
যেদিকে যাই শুধু তারাই
খাওয়ায় গড়াগড়ি রে।।
ইঞ্জিন নষ্ট হইয়াছে
নয় ভালো তার নাড়ি
কেমনে গাড়ি চালাইবো আমি
সেই চিন্তায় যে হেরি রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
এখন কী যে করি
অচল গাড়ি সচল করতে
মুর্শিদের নাম ধরি রে।।
পূর্ববর্তী:
« চলেছে হরি নামের গাড়ী
« চলেছে হরি নামের গাড়ী
পরবর্তী:
চলো চলো রাই গৌরাচান্দের রূপ হেরিতে »
চলো চলো রাই গৌরাচান্দের রূপ হেরিতে »
Leave a Reply