ভাসে,ভাসেরে-
মানব তরী অকূল তমনে
জলছাড়া ভাসে তরী
কুম্বুর আছে কোনখানে।।
রঙ বেরঙের কাষ্ট দিয়া
তরী বানাইলো মদনে
কোথায় শেষে ঠেকবে তরী
কে জানলো কে জানে রে।।
তরীর আগায় সাঁকার আছে
চন্দ্রায়ু দুজনে
পথের দিশা দেখায় তারা
বায় মাঝি আপনে রে।।
কূলের তারায় রইলো তরী
কে চাইবো কার পানে
কূলের দিশা নিজেরই ঘাট
বায় দূর অকারণে রে।।
নাঈম বলে জানবে সবই
দয়ালের ভজনে
ডুবাও ওরে মানব তরী
সু লক্ষ্য সন্ধানে রে।।
পূর্ববর্তী:
« ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে
« ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে
পরবর্তী:
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া »
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া »
Leave a Reply