সুজন মাঝি রে
একলা নিতাই-তুই মোর ভাঙা তরীতে
ভূলা মনে প্রেমের কথা
কইবো কার কাছেতে।।
না জানিলে ভাব সে তরীর মাঝির সনে কী
কে বলিবে রাঁধা কৃষ্ণের প্রেম বিলাপের ছাকি।
মাঝি বিনে না চলে তরী সোজা পন্থে।।
ঝিনুক যদি মুক্তা গড়ে না খুলে গো মুখ
তরী ভরা মাঝির ভাবে না বলে কিচ্ছুক।
সুজন মাঝি ত্বরায় তরী কুম্বুর থাকলে জলেতে।।
নাঈম বলে থাকলে মাঝি তরীর ভাব তো থাকিবেই
তরীতে জল ভরিলে ত্বরে তো ঠেকাবেই।
নইলে কী আর দুজন মিলে পারবে যেতে একসাথে।।
পূর্ববর্তী:
« সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো
« সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো
পরবর্তী:
সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে »
সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে »
Leave a Reply