তুমি কেন গো -আসিলে বনটায়
যে বনেতে দিনেরাতে বাঘেরা ঘোরায়।।
ডরে ভয়ে এবার বুঝি
পরাণ চলে যায়
কোন সময়ে আসিবে বাঘ
হন্য করিলায়।।
একটু যদি থাকে সাহস
ভয় কভূ কেটে যায়
ভয়ের কারণ ছয় বাদিরণ
পাছেতে টানায়।।
পেছন দিয়া আসিবে বাঘ
তাই পেছন তাকায়
পাছ দেখিতে সামনেতে
আবছা দেখা যায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মরে ভিতুরায়
বনের বাঘে খায় না তোরে
মনের বাঘে খায়।।
পূর্ববর্তী:
« তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
« তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
পরবর্তী:
তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও »
তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও »
Leave a Reply