তোমরা শুনো রে বিশ্ব মানব
তোমাদের কে কই রে
ধর্ম নিয়া বাড়াবাড়ি
কেউ তোমরা কইরো না রে।।
হিন্দু ধর্মগ্রন্থ গীতা
মুসলমানের কুরআন রে
নিজের ফরিয়াদ নিজের
বাড়াবাড়ি নয় রে।।
এক আল্লাহ এক ঈশ্বর
নাম ডাকে ভিন্ন করে
মুসলমানে আল্লাহ বলি
হিন্দুশ্বর ধর্ম খাতিরে।।
কী ভিন্ন আছে বলো
মসজিদ আর মন্দিরে
দুটোতেই একজনের নাম
ডাকে সবাই গুণ জারে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
নয় ঝগড়া ধর্ম নিয়ে রে
মূল হলো মানব ধর্ম
বাঁচো মানব রুপ ধরে।।
পূর্ববর্তী:
« তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
« তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
পরবর্তী:
তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক »
তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক »
Leave a Reply