গাওরে আজি বীর বাঙালি
স্বাধীনতার গান
যার জন্য বকর বাঙালি
সঁপে দিল প্রাণ।।
চির শান্তিতে থাকতে বাঙালি
যুদ্ধের আহবান
দিয়েছিলেন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।।
অস্ত্র লয়ে যুদ্ধ করলো
নারী পুরুষ আবহমান
নিরস্ত্রে হাতে অস্ত্র নিতে
মুঝিবুরের আহবান।।
মা -বোন,ভাই ছেলে হারা
নয়তো হারা মান
সবাই সম অধিকার চায়
চায় সম্মান।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
এইতো রে প্রমাণ
সোনার বাংলার কেতন মাঝে
লাল রক্ত গোলক টান।।
পূর্ববর্তী:
« গাইলে বৈরাগীর গীত গাইও (ডালেতে লরি চরি)
« গাইলে বৈরাগীর গীত গাইও (ডালেতে লরি চরি)
পরবর্তী:
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন »
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন »
Leave a Reply