বাংলাদেশটা ঠাসা ও ভাই
মানুষ রুপ অমানুষে
অতি ভন্ডিতে অন্ন লয় মুখে
জুয়া ফল আর ঘুষে।।
মদ গাজা সেবন করে
মা বাবাকে নাহি ডরে
ঘর থেকে ধাক্কা মারে,
বলে যাবি যা কোন দেশে।।
মৎলবাদি আর ঘর সংসার
আছে সকলকিছু তাহার
ভণ্ড রুপ করে আহার,
চুরির মালে পেট পুষে।।
ধর্ম লইয়া বাড়াবাড়ি
ভাইয়ে ভাইয়ে মারামারি
বাপের সামনে পুত খায় বিড়ি,
শিক্ষার মুখে পাপ কষে।।
ভাইবে দেওয়ান নাঈম বলে
এরকম যদি চলে
বাংলাদেশ যাবে অতলে,
তার অবরোধ চাই শেষে।।
পূর্ববর্তী:
« বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
« বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
Leave a Reply