জীবসেবা হয় খোদা সেবা
আল্লাহ্ হয় সন্তুষ্ট
লুপ্ত হতে রক্ষা করা
সততার পরিশিষ্ট।।
মহানবী মুহাম্মদ রাসুল ছিলেন মশগূল
জীবসেবা জীবের দয়া ছিল তার মন্তব্যুল
বিশ্ববাসিরে জানায় না দিতে জীবেরে কষ্ট।।
জীবসেবা সৎ সাধনা আল্লাহর দিদার
পরকালে তার চিরশান্তি সুখের বাসধার
সাধন ভজন জীবন মরণ জীবসেবার বৈশিষ্ট্য।।
সেবার সেবা রবীর শোভা উঠেছে গগণে
নাঈম বলে কিসের চিন্তা শয়ন ভূবনে
সাঁকার খোদা জীবের মাঝে সু কর্মে হও শ্রেষ্ঠ।।
পূর্ববর্তী:
« জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই
« জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই
Leave a Reply