শ্রমিকেরা করে শ্রম
তবু মূল্য বাড়ে না
শ্রমীকের বাঁচার উপায় দেখি না।।
দৈনিক যারা কাজ করে
কেউ কী তারে গণ্যে ধরে?
অবহেলা করে তাহারে
আশা তার পুরালো না।।
পুয়া পুড়ি আছে ঘরে
কী হবে বেলা আহারে
নুন আনতে যায় পান্তা পুড়ে
সহায় যে সাঁই রাব্বানা।।
খিদ দারিদ্র্য শ্রমীক মজুরে
বাঁচতে চায় নিজ অধিকারে
যদি তারা বিদ্রোহ করে
কেউ দমাতে পারবে না।।
ভাইবে তাই নাঈমে বলে
এভাবে আর কয়দিন চলে
সাধের জনম যায় বিফলে
আছে সনে সৎ সাধনা।।
পূর্ববর্তী:
« শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
« শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
পরবর্তী:
শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন »
শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন »
Leave a Reply