দ্বিমুখী জাত স্বর্প আছে বিশ্বমোহনায়
এক মুখে নেয় বিষের গোলা
অন্য মুখে ছুটায়।।
সেই স্বর্পে বিনা গর্তে
থাকে আপন ঘরে
সুযোগ পাইলে মন ভূলাইয়া
বিষের ছোবল মারে
সেজে থাকে পাক শরিত্রা
নাকি সুকর্মে জীবন চালায়।।
যার সাথে তার আয়াপ বায়াপ
আছে পিরিতি
ঘাতক হইয়া বিষ ছটাইয়া
হারাইতে চায় স্মৃতি
ব্যাঙের বাড়িত বইসা সে
ব্যাঙ ধরিয়া খায়।।
বুঝো শুনো বিশ্ববাসি
দ্বিমুখী স্বর্পের কথা
না দিও তারে দুধ কলা ভাত
না দিও মাছের মাথা
নাঈম বলে কান দিওনা
তাহার ধান্দ্বায়।।
পূর্ববর্তী:
« দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
« দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
পরবর্তী:
দয়া করে দেখা দিয়ে শান্ত করো আমারে »
দয়া করে দেখা দিয়ে শান্ত করো আমারে »
Leave a Reply