প্রাণ সখি গো
কাছে কী রাখিবে বন্ধে মোরে
আপন আপন বলিয়া সে
চলিয়া গেল দূরে।।
জানি না গো প্রাণবন্ধু মোর
আসবে কি না ফিরে
সে বিনে আর চাই না কিছু
এই জগত মাঝারে।।
মনে আমার কী বেদনা
বুঝাই কেমন করে
নারী মনে মরম জ্বালা
সইতে নাহি পারে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বিচ্ছেদ অনলে পুড়ে
কলিজা হয়েছে আঙ্গার
জ্বালাইয়া আমায় মারে।।
পূর্ববর্তী:
« প্রাণ সখি গো আমি না বুঝিয়া করলাম পিরিতি
« প্রাণ সখি গো আমি না বুঝিয়া করলাম পিরিতি
Leave a Reply