সখি বলো মোরে
বলো গো তোরা
কেন মোরে ভালোবাসে না
বন্ধু মনচুরা।।
আসিতে বলিলাম তারে
সে দিলো না ধরা
পরগৃহেতে যায়রে চলে
আমায় করে নৈরশারা।।
কাছে আয় না কথা কয় না
আমি পাগল পাড়া
বনে বনে ঘুরে বেড়াই
হইলাম বনপুঁড়া।।
কাছে আসবে ভালবাসবে
আমার চিন্তাধারা
দূরে দূরে থাকে সে যে
আমায় করে দিশেহারা।।
বলো সখি কী করিবো
আমি য কূল হারা
কয় ভাবিয়া নাঈম মিয়া
এ যে মরন ধারা।।
পূর্ববর্তী:
« সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
« সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
Leave a Reply