মনটা আমার কেমন কেমন
করে গো বন্ধের লাগিয়া
ছটফট করে প্রাণ কমলে
দেখিতে তার রুপ চাহিয়া।।
কখন জানি আসে বন্ধে
অপেক্ষায় বসিয়া
দিলো রে নাঈমে তাহার
যৌবন রজনী গোহাইয়া।।
একবার দেখলে বন্ধের স্বরুপ
নজর যায় জুড়াইয়া
ছটক মারিতো নয়ন
ডাইকা বিনোদিয়া।।
শূন্য বাসর রইলো পড়ে
প্রাণবন্ধের লাগিয়া
আসিলে সে বসলে পাশে
বাসর দিতাম কাটাইয়া।।
নাঈমের মিটিলো না সাধ
তারে না দেখিয়া
তৃষিত হয়েছে নয়ন
রুপ দেখিতে চাহিয়া।।
পূর্ববর্তী:
« মনচুরা শ্যাম বাদী হল আমার উপায় কি গো বলো
« মনচুরা শ্যাম বাদী হল আমার উপায় কি গো বলো
পরবর্তী:
মনদুখে মাইলাম গো সখী কী হবে, আর জানি না »
মনদুখে মাইলাম গো সখী কী হবে, আর জানি না »
Leave a Reply