কী মায়া লাগাইছে গো সই
সোনা বন্ধু শ্যামরায়
দেওয়ানা বানাইলো মোরে
পাগল করলো আমায়।।
কিবা মন্ত্র জানে বন্ধে
লাগলো মন্ত্র হিয়ায়
চমক দিয়া উঠে অঙ্গ
নেচে নেচে বেড়ায়।।
ঠাহর দিল সোনা বন্ধে
নাঈমে গান গায়
কখন জানি আসিলো সে
রুপ দেখাইয়া যায়।।
রুপের ঝলক দেখিয়া তার
পরাণে মোর গায়
গায়রে গানা ফানা ফিল্লা
মন তাহারে চায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রাণ বুঝানো দায়
রাখলে বন্ধু থাকবো সদা
তার চরণ তলায়।।
পূর্ববর্তী:
« কী বলিবো আর ফকিরের হাটবাজারে দেখি
« কী বলিবো আর ফকিরের হাটবাজারে দেখি
পরবর্তী:
কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা »
কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা »
Leave a Reply